৪৩ বছরেই চলে গেলেন কান পুরস্কার পাওয়া অভিনেত্রী

0
9
এমিলি দ্যকেন। এএফপি ফাইল ছবি

কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যকেন মারা গেছেন। গতকাল ফ্রান্সের এক হাসপাতালে ৪৩ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যু হয়।

২০২৩ সালে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি বিরল ক্যানসারে আক্রান্ত। শেষ হলো ক্যানসারের সঙ্গে তাঁর দুই বছরের ‘লড়াই’।

কানে পুরস্কার পাওয়ার পর দারদেন ভ্রাতৃদ্বয়ের সঙ্গে এমিলি দ্যকেন। এএফপি ফাইল ছবি
কানে পুরস্কার পাওয়ার পর দারদেন ভ্রাতৃদ্বয়ের সঙ্গে এমিলি দ্যকেন। এএফপি ফাইল ছবি

বার্তা সংস্থা এএফপিকে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এমিলির পরিবার ও এজেন্ট।

১৯৯৯ সালে ‘রোসেত্তা’ সিনেমার জন্য কানে পুরস্কার হন এমিলি, রাতারাতি পান তারকাখ্যাতি।

এমিলি দ্যকেন। এএফপি ফাইল ছবি
এমিলি দ্যকেন। এএফপি ফাইল ছবি

দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত সিনেমাটি কানে স্বর্ণপামও জেতে। এরপর ইউরোপের বিভিন্ন ভাষার সিনেমা করেছেন এমিলি, বেশির ভাগই ফরাসি। তাঁর অন্য আলোচিত সিনেমার মধ্যে আছে ‘দ্য গার্ল অব দ্য ট্রেন’, ‘আওয়ার চিলড্রেন’ ইত্যাদি।

গত বছর কান উৎসবে হাজির হয়েছিলেন এমিলি। ২০২৪ সাল ছিল কানে তাঁর পুরস্কার পাওয়ার ২৫তম বার্ষিকীও। এ ছাড়া উৎসবে তিনি ডিজাস্টার সিনেমা ‘সারভাইভার’-এর প্রচারেও অংশ নেন। এটাই ছিল প্রকাশ্যে তাঁর সর্বশেষ উপস্থিতি। এর পর থেকেই তাঁর অসুস্থতার মাত্র বাড়তে থাকে, চলাফেরার সক্ষমতা হারিয়ে ফেলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.