৪১ বলে ১৩ ছক্কা, ১২৩ রান—হায়দরাবাদের অনিকেতের আসল পরিচয় কী

0
10
অনিকেত বর্মা, বিসিসিআই

অনিকেত বর্মা—নামটা লিখে গুগল করুন। ক্যারিয়ারটা দেখে অবাক হবেন। আইপিএল খেলছেন, কিন্তু শীর্ষ পর্যায়ের ক্রিকেটের কোনো রেকর্ড নেই। মানে প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি, লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেননি।

২৭ মার্চ আইপিএলে অভিষেকের ম্যাচের আগে স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ১টি। সৈয়দ মুশতাক আলী ট্রফির সেই ম্যাচটিতেও আবার আউট হন প্রথম বলে। রেকর্ড বুকে এত নেই এর প্রাধান্যর পরও কীভাবে সানরাইজার্স হায়দরাবাদে খেলছেন অনিকেত?

অনিকেতের সামর্থ্য নিয়ে এখন প্রশ্ন নেই। প্রশ্নের উত্তর কিছুটা গতকালই তিনি দিয়েছেন। কাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৩ বলে ৫ ছক্কায় ৩৬ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, ছক্কা মারতেই হায়দরাবাদ তাঁকে দলে নিয়েছে।

অনুশীলনে অনিকেত
অনুশীলনে অনিকেত সানরাইজার্স হায়দরাবাদ

এই ছক্কা এর আগে তিনি মেরেছেন কোথায়? উত্তর প্রদেশে জন্ম নেওয়া অনিকেত আলোচনায় আসেন ২০২৪ সালে। হায়দরাবাদ তাঁকে দলে নিয়েছে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের পারফরম্যান্স দেখে। গত বছর মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে অনিকেত ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক। ভোপাল লিওপার্ডসের হয়ে ৬ ম্যাচে তিনি ২৭৩ রান করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.