২৬ জুন শেষ হচ্ছে ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা। এই পরীক্ষার পর চূড়ান্ত ফলের অপেক্ষা। সেই ফল আগামী মাসের মধ্যে দেওয়ার পরিকল্পনা আছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। পিএসসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কোন দিন ৪১তম বিসিএসের ফল প্রকাশ করা হবে, সে বিষয়ে কিছু জানায়নি সাংবিধানিক এই প্রতিষ্ঠান।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রণ সূত্র জানায়, ‘৪১তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী জুলাইয়ের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা আছে পিএসসির। ওই ফল প্রকাশের মধ্য দিয়ে আমরা এই বিসিএসের ক্যাডার নিয়োগের সুপারিশের কার্যক্রম শেষ করার পরের ধাপ নন–ক্যাডার নিয়োগে হাত দেব। সেটিও এক মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। কোনো ধরনের গোলযোগ না হলে আমরা পরিকল্পনা ধরেই এগোব।’
পিএসসি জানায়, ৪১তম বিসিএসে মৌখিক পরীক্ষায় ১৩ হাজার প্রার্থীর ভাইভা নেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। ২৬ জুন ভাইভা শেষ হলে ৪১তম বিসিএসের চাকরিপ্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করবে পিএসসি।
আবেদন প্রকাশের প্রায় দুই বছর পর (২০২১ সালের আগস্টের শুরুতে) ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তাঁরা লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ৪১তম বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হলেও এখন তা বেড়ে দাঁড়াবে ২ হাজার ৫০৫ জন। ৪১তম বিসিএসে এখন পর্যন্ত ৩৭০টি পদ বাড়ছে বলে জানা গেছে।


















