৩ মাসে ১২ হাজার বিদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

0
147
অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ।

এ বছরের জানুয়ারির শুরু থেকে ২৯ মার্চ পর্যন্ত ১২ হাজার ৩৮০ জন বিদেশি তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এ তথ্য জানান। খবর: দ্য স্টার’র।

এদের মধ্যে ৯ হাজার ৬০৬ জন পুরুষ আর দুই হাজার ৭৭৪ জন নারী রয়েছেন এবং বেশিরভাগই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিক।

তিন ক্যাটাগরির বিদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে- এক হচ্ছে যারা কারাদণ্ডের মেয়াদ শেষ করেছেন। দ্বিতীয়ত, অভিবাসন অধিদপ্তর যাদেরকে বিভিন্ন সময়ে আটক করেছে আর তৃতীয়ত আইনশৃঙ্খলা বাহিনী যাদেরকে অভিবাসন দপ্তরের হাতে তুলে দিয়েছে।

মালয়েশিয়ার অস্থায়ী বন্দিশালাসহ ২১টি অভিবাসন ডিপোতে এখনও ১১ হাজার ৬৫০ জন অবৈধ অভিবাসী রয়েছেন।

মালয়েশিয়া অভিবাসন দপ্তরের মহাপরিচালক জানান, এ বছরের ১০ জানুয়ারি ঘোষিত মানবসম্পদ সংস্কার কর্মসূচির আওতায় ইলিগ্যাল ইমিগ্রান্টস রিক্যালিব্র্যাশন প্ল্যান ২.০-এর অধীনে ২৭ হাজার ৫৭২টি প্রতিষ্ঠান তাদের তিন লাখ ২২ হাজার ১৮২ জন অবৈধ অভিবাসীর নাম নিবন্ধন করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.