ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ম ধাপে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। পর্যায়ক্রমে ৩০০ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৩টায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী-৩ আসনে দলটির সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২, সহ-সভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও-২, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নেত্রকোণা-২, আবু হানিফ কিশোরগঞ্জ-১, উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দফতর সম্পাদক শাকিল উজ্জামান টাঙ্গাইল-২, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব রংপুর-১, শহিদুল ইসলাম ফাহিম পটুয়াখালী-১, আব্দুজ জাহের নোয়াখালী-৪, নুরে এরশাদ সিদ্দিকী কুড়িগ্রাম-৩, আশরাফুল বারী নোমান হবিগঞ্জ-৩, খালিদ হাসেন খুলনা-৫, আবদুর রহমান গাজীপুর-২, কবীর হোসেন টাঙ্গাইল-৬, গোলাম সরওয়ার খান জুয়েল পাবনা-২, মনজুর মোর্শেদ মামুন চট্টগ্রাম-১৪, তোফাজ্জল হোসেন টাঙ্গাইল-৭, মোহাম্মদ জাহিদুর রহমান মুন্সিগঞ্জ-১, জাহিদুর রহমান সিলেট-৬, শফিকুল ইসলাম শফিক কিশোরগঞ্জ-২, আব্দুল কাদের প্রাইম কক্সবাজার-১, শেখ শওকত হোসেন ঢাকা-১৯, ইব্রাহিম রওণক ঢাকা-৫, কামরুন নাহার ডলি চট্টগ্রাম-৯, মো. শাহজাহান রাজশাহী-১, মো. সুরুজ্জামান গাইবান্ধা-৩, সোহাগ হোসাইন বাবু নীলফামারী-৩, ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ বরগুনা-১, মুনতাজুল ইসলাম সাতক্ষীরা-১, ডা. এমদাদুল হাসান চট্রগ্রাম-১২, মো. ইমরান খান রাসেল পিরোজপুর-৩, ওয়াহেদুর রহমান মিল্কি নারায়ণগঞ্জ-৩, মিজানুর রহমান ভূঁইয়া ঢাকা-১৩, মোহাম্মদ ইলিয়াস হোছাইন মানিকগঞ্জ-১, রবিউল হাসান পটুয়াখালী-৪ এবং নাছরিন আক্তার লাকী চট্রগ্রাম-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী।