৩০ পেন্সের বইটি বিক্রি হলো সাড়ে ১০ হাজার পাউন্ডে

0
191
‘হ্যারিপটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’—ব্রিটিশ সাহিত্যিক জে কে রাউলিংয়ের বিখ্যাত হ্যারিপটার সিরিজের প্রথম বই

‘হ্যারিপটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’—ব্রিটিশ সাহিত্যিক জে কে রাউলিংয়ের বিখ্যাত হ্যারিপটার সিরিজের প্রথম বই। প্রকাশের পর বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল এই বই। যুক্তরাজ্যের এক ব্যক্তি মাত্র ৩০ পেন্সে এই বইয়ের একটি কপি কিনেছিলেন। এখন সেই বই নিলামে বিক্রি হয়েছে সাড়ে ১০ হাজার পাউন্ডে।

যুক্তরাজ্যের লিচফিল্যান্ডের নিলামকারী প্রতিষ্ঠান রিচার্ড উইন্টারটন জানান, তাঁরা বইটি অনলাইন নিলামে তুলেছিলেন। সেটি ১০ হাজার ৫০০ পাউন্ডে বিক্রি হয়েছে। কিনেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এক ব্যক্তি।

রিচার্ড বলেন, ‘এত বেশি অর্থে বইটি বেচতে পেরে আমরা আনন্দিত।’
কিন্তু প্রশ্ন হলো, বইটি এত দামে কেন বিক্রি হলো? এর বিশেষত্ব কী?

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ১৯৯৭ সালে ‘হ্যারিপটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’–এর প্রথম সংস্করণ বাজারে আসে। ওই সময় প্রথম সংস্করণে ছাপা হওয়া প্রথম ৫০০ বইয়ের একটি এটি। সেই হিসাবে, এটি বেশ দুর্লভ একটি বই।

প্রকাশের পরপরই ‘হ্যারিপটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ বইয়ের ৩০০ কপি যুক্তরাজ্যের বিভিন্ন পাঠাগারে পাঠানো হয়। বইটি উলভারহাম্পটন পাঠাগারে পাঠানো হয়েছিল। এ পাঠাগার থেকে যুক্তরাজ্যের স্ট্যাফোডশায়ারের এক ব্যক্তি বইটি কিনেছিলেন। বইটিতে এখনো পাঠাগারের নামসহ এর ৩০ পেন্স দামের স্টিকার যুক্ত রয়েছে।

ওই ব্যক্তি চলতি বছরের শুরুতে ৫৫ বছর বয়সে মারা গেছেন। তবে চার বছর আগে বাড়ি বদলের সময়ে আরও অনেক বইয়ের সঙ্গে এই বইও বাক্সবন্দী হয়ে গুদামে চলে যায়। সেখানেই পড়ে ছিল।

ওই ব্যক্তির বোন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা জানতাম, তিনি হ্যারি পটারের একটি দুর্লভ বই সংগ্রহ করেছেন। তবে ভেবেছিলাম, বইটি হারিয়ে গেছে। পরে এটি খুঁজে পাওয়া যায়। নিলামে তোলা হয়।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.