৩০ অক্টোবরের মধ্যে বেরোবিকসু নির্বাচন, অনশন প্রত্যাহার

0
12
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (বেরোবিকুস) নির্বাচনের দাবিতে বসা আমরণ অনশন ৫৯ ঘণ্টার মাথায় প্রত্যাহার

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন —ইউজিসির প্রতিশ্রুতিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (বেরোবিকুস) নির্বাচনের দাবিতে বসা আমরণ অনশন ৫৯ ঘণ্টার মাথায় প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। ২৬ থেকে ৩০ অক্টোবরের মধ্যে যে কোনও দিন নির্বাচনের ভোট গ্রহনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সোয়া ১০ টায় অডিও কলে অনশনরত শিক্ষার্থীদের সাথে যুক্ত হন বেরোবিকসু খসরা আইন চুড়ান্ত কমিটির প্রধান ইউজিসি সদস্য প্রফেসর তানজিম উদ্দিন খান। এসময় তিনি শিক্ষার্থীদের দাবির কথা শোনেন।

পরে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) বৈঠক করে ছাত্র সংসদ আইনটির খসরা চুড়ান্ত করে তা বেরোবি আইনে সংযুক্ত করতে মহামান্য রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠাবো। এরপরই সেটি গেজেট আকারে প্রকাশ করবে সরকার।

তিনি বলেন, মূলত যে সময়টুকু লাগছে সেটা হলো আইনটি নির্ভুল করা। যাতে পরবর্তী সরকার এসে কোনও ভুল ধরতে না পারে। তার কথায় আস্বস্ত হয়ে শিক্ষার্থীরা আমরণ অনশন থেকে সরে আসার ঘোষণা দেন।

পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকাত আলী শিক্ষার্থীদের ডাব খাইয়ে অনশন ভাঙ্গান। শিক্ষার্থীরাও ভিসিকে ডাব খাওয়ান।

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেন আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন জানান, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছে। ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন তাদের ওয়াদা যথাযথভাবে পালন করেন। সেই আশা রাখছি। আমাদের ভাইদের যে প্রতিশ্রুতি দিয়ে আমরণ অনশন ভাঙানো হয়েছে, আমরা তার বাস্তবায়ন চাই।

উল্লেখ্য, গত রোববার (১৯ আগস্ট) সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ যুক্ত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসে শিক্ষার্থীরা। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪ জন। অনশন বানচাল করতে প্রশাসনিক ও দলীয় অপচেস্টার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে গেলো তিনমাস থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.