ওষুধ শিল্পে সহায়তায় বাপি-এইউপিএএম সমঝোতা সই

0
109
বাপি সভাপতি নাজমুল হাসানের পক্ষে সংগঠনের কোষাধ্যক্ষ মুহাম্মদ হালিমুজ্জামান এবং এইউপিএএমের সভাপতি আবদুল নাসের সিজারি সমঝোতা স্মারকে সই করেন

ওষুধ শিল্পের সহায়তায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি (বাপি) ও আরব ইউনিয়ন অব প্রডিউসারস অব মেডিসিনস অ্যান্ড মেডিকেল অ্যাপ্লায়েন্সের (এইউপিএএম) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানে বাংলাদেশ দূতাবাসে এ সমঝোতা স্মারক সই হয়।

বাপি সভাপতি নাজমুল হাসানের পক্ষে সংগঠনের কোষাধ্যক্ষ মুহাম্মদ হালিমুজ্জামান এবং এইউপিএএমের সভাপতি আবদুল নাসের সিজারি সমঝোতা স্মারকে সই করেন।

জর্ডানে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সমঝোতা আরব অঞ্চলের সঙ্গে বাংলাদেশের উদীয়মান ওষুধ শিল্পের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। পারস্পরিক সক্ষমতা, বাণিজ্য বৃদ্ধিসহ ওষুধ শিল্প সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে দু’পক্ষ নিবিড়ভাবে কাজ করবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশের ওষুধ শিল্পের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংস্থা বাপির প্রতিনিধি দল প্রথমবারের মতো আরব ফার্মা ম্যানুফ্যাকচারার্স এক্সপোতে অংশ নিতে বর্তমানে জর্ডানে রয়েছে। এইউপিএএম আরব অর্থনৈতিক ঐক্য পরিষদের অধীনে কাজ করা যৌথ আরব সংস্থাগুলোর একটি। এর সদস্য হিসেবে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সুদান, ইয়েমেন, সৌদি আরব, আরব আমিরাত, ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান ও ওমানের প্রধান প্রধান ওষুধ শিল্পপ্রতিষ্ঠান যুক্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.