২ সুবিধার কথা বলে টুইটারের গুণগান তালেবান নেতার

0
144
তালেবান নেতা আনাস হাক্কানি

মেটার নতুন অ্যাপস ‘থ্রেডস’ ও টুইটারের মধ্যে ভালোই জমে উঠেছে প্রতিযোগিতা। মাত্র পাঁচদিনে মার্ক জাকারবার্গের থ্রেডসে সাইনআপ করেছেন ১০ কোটি ব্যবহারকারী। এদিকে, ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলে দেওয়া নতুন এই সোশ্যাল অ্যাপ নিয়ে চূড়ান্ত নাখোশ টুইটার মালিক ইলন মাস্ক। হুমকি দিয়েছেন কয়েক দফা। বলেছেন, প্রয়োজনে আইনি লড়াইয়ে যাবেন।

থ্রেডসের এমন ‘হৈহৈ রৈরৈ গরম সময়ে’ অবশ্য টুইটারেরই গুণগান গাইলেন তালেবান নেতা আনাস হাক্কানি। তিনি বলছেন, ইলন মাস্কের টুইটার তার পছন্দ। ‘বাক স্বাধীনতার’ কারণে তিনি এর ‘ভক্ত’।

সোমবার হাক্কানি টুইটে লেখেন, ‘অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের তুলনায় টুইটারে দুটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। এর একটি হলো- বাক স্বাধীনতা। আরেকটি হলো- বিশ্বাসযোগ্যতা। টুইটারের মেটার মতো অসহিষ্ণু নীতি নেই।’

টুইটার দাবি করেছে, তাদের আইডিয়া চুরি করেছে মেটা কর্তৃপক্ষ। মেটা উন্মোচিত থ্রেডস অ্যাপের বিরুদ্ধে তাই আইনি পদক্ষেপের কথা ভাবছে তারা। সূত্র: নিউজ উইক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.