ঈদে মুক্তিপ্রাপ্ত ‘লিডার আমিই বাংলাদেশ’দেখতে সিনেমা হলে গিয়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের শোতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘লিডার আমিই বাংলাদেশ’ দেখেন তিনি। ছবি দেখা শেষে তিনবার শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী বলেন, শেষ দুটি টিকেট অনলাইনে কেটেছি। দু’মিনিট পরে গেলে আজ আর টিকেট পেতাম না।
দীঘি বলেন, বিকেলে অনলাইনে চেক করে দেখি একেবারে সামনে লিডার আমিই বাংলাদেশ’র মাত্র দুটি সিট ফাঁকা। তখনই দুটি টিকেট কিনি। এটার মাধ্যমে ঈদের সিনেমা দেখা শুরু করলাম।
“হয়তো আরেকটু পরে টিকেট কিনতে গেলে আর পেতাম না। পরে সন্ধ্যার শো আমি ও আমার মামা ‘লিডার’ দেখলাম। সিনেমায় আমার বাবাও অভিনয় করেছেন। ছবি দেখে আমি খুব উপভোগ করেছি।”
তপু খান পরিচালিত লিডার’-এ শাকিব খান, মিশা সওদাগর ও বাবা সুব্রত তিনজনকে একসঙ্গে পেয়ে ‘স্মৃতিকাতর’ উল্লেখ করে দীঘি বলেন, সিনেমা হলে বসে সেই ছোটবেলার আমেজ ফিরে পেয়েছি। ছোটবেলা তাদের সঙ্গে সিনেমা করেছি।
মুক্তির আগে লিডার’ এর টিজার, ‘কথা আছে’ এবং সুরমা সুরমা গান সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল দীঘিকে। ভিডিও ইন্টারভিউতে তিনি এ কথা বলেছিলেন।
দীঘি বললেন, এগুলা দেখার পর থেকে প্রত্যাশা বাড়তে থাকে। তাছাড়া আমার বাবা শুটিং করে এসে লিডার’র গল্প বলতেন।
“মুক্তির আগে যখন ‘কথা আছে’ গানটি রিলিজ হয় আমি দেখে জাস্ট ফিদা হয়ে যাই। এতোটাই ভালো লাগে যে এ গানের তালে তালে ভিডিও করেছি। শাকিব খানের ছবিতে ইমরান-কোনালের গান, স্ক্রিনে মিশা সওদাগরের সঙ্গে শাকিব খানের টক্কর সবকিছুই আমাকে মুগ্ধ করেছে।”
শাকিব খানের সঙ্গে শিশুকালে চাচ্চু, দাদীমা, এক টাকার বউসহ বহু আলোচিত ছবিতে অভিনয় করেন দীঘি। সেইসব ছবির কারণে দীঘি শৈশবেই তারকাখ্যাতি অর্জন করেন।
তিনি বলেন, এতগুলো বছর পরও উনি (শাকিব খান) আমাদের এত দারুণ সব সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন, ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাচ্ছেন তার এই অবদান বলে শেষ করা যাবে না। আগামী ঈদে তার নতুন সিনেমা এলেই আমি দেখবো।
দেশের ১০২ সিনেমা হলে দাপটের সঙ্গে চলছে সুপারস্টার শাকিব খান অভিনীত তপু খানের ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি ছবিটি স্টার সিনেপ্লেক্সেও মুক্তির অষ্টম দিনে হাউজফুল ছিলো।