২ দিনে আয় ২২০ কোটি, আরও যেসব রেকর্ড গড়তে যাচ্ছে ‘পাঠান’

0
148
‘পাঠান’

বিশ্বের ১০০টিরও বেশি দেশে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘পাঠান’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝর তুলেছে ছবিটি।  মুক্তির দুই দিনেই  সংগ্রহ করেছে ২২০ কোটি রুপি।

টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে দাবি করছে, মুক্তির দিন ১০৬ কোটি রুপি আয়ের পর, দ্বিতীয় দিন ‘পাঠান’ বিশ্ব বক্স অফিসে সংগ্রহ করেছে করেছে ১১৩ কোটি রুপি।

দ্বিতীয় দিনে প্রজাতন্ত্র দিবসের ছুটিতে শুধু ভারতে সিনেমাটি সংগ্রহ করেছে ৭১ কোটি রুপি। যা ভারতের হিন্দি সিনেমার একদিনে সবচেয়ে বড় সংগ্রহ। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির দুই দিনে সংগ্রহ ১২৮ কোটি রুপি (নেট)। আর আন্তর্জাতিক বাজারে ‘পাঠান’ দুই দিনের সংগ্রহ করেছে ৬৫.২৫ কোটি রুপি, যা হিন্দি সিনেমার জন্য সর্বকালের সেরা।

বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল পিঙ্কভিলার প্রতিবেদন; চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছে, ‘পাঠান’ দীর্ঘ মেয়াদে ৪৫০ কোটি রুপি সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে যা বলিউডের  সর্বকালের সেরা উপার্জনকারী সিনেমা হিসাবে আবির্ভূত হবে। উদ্বোধনী সপ্তাহে ৩০০ কোটি রুপি আয়ের সম্ভবনাও রয়েছে সিনেমাটির। আর মাত্র পাঁচ দিনের মধ্যেই শাহরুখ খানের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হবে ‘পাঠান’।

যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের ‘পাঠান’ সিনেমার চূড়ান্ত হিসাব প্রকাশ করেনি সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন। আর প্রধান খলনায়কের ভূমিকায় রয়েছেন জন আব্রাহামকে।এতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.