ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যবর্তী স্থানে ২৫৪ কিলোমিটার দৈর্ঘ্যের একটি ফাইবার অপটিক কেব্ল স্থাপন করবে ইসরায়েল। এর মধ্য দিয়ে ইউরোপের সঙ্গে উপসাগরীয় এবং এশিয়ার দেশগুলোর নিরবচ্ছিন্ন সংযোগ তৈরি হবে। গতকাল রোববার ইসরায়েলের বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান ইএপিসি তাদেরই পরিচালিত একটি তেলের পাইপলাইনের পাশ দিয়ে ফাইবার অপটিক কেব্লটি নির্মাণ করবে। ওই পাইপলাইন ভূমধ্যসাগরের আশকেলন বন্দর থেকে ইসরায়েল হয়ে লোহিত সাগরের উত্তরাঞ্চলীয় এলাকা ইলাট পর্যন্ত গেছে।
ইএপিসির (ইউরোপ এশিয়া পাইপলাইন কোম্পানি) প্রধান নির্বাহী ইতজিক লেভি বলেন, প্রকল্পের আওতায় উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এশিয়া ও ইউরোপকে সংযুক্ত করার ক্ষেত্রে ইসরায়েল স্থলসেতু হিসেবে কাজ করবে।
ফাইবার অপটিক কেব্লটি ইসরায়েল উপকূলে সাব-সি কেব্লগুলোর সঙ্গে যুক্ত হবে। ২৫ বছরের ইজারার আওতায় ইসরায়েলে লাইসেন্স পাওয়া যেকোনো টেলিকম প্রতিষ্ঠান কেব্লটি ব্যবহার করতে পারবে।
পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ইএপিসি পরিচালিত তেলের পাইপলাইনের বিরোধিতা করে আসছে। তারা একে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে এবং কোম্পানিটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে, ২০১৪ সালে একটি পাইপলাইন ছিদ্র হয়ে মরু এলাকার প্রাকৃতিক একটি সংরক্ষিত এলাকায় ৫০ লাখ লিটার তেল ছড়িয়ে পড়েছিল।
ইসরায়েলের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, পাইপলাইনের পাশে স্থাপিত ফাইবার অপটিক কেব্লটির মাধ্যমে ভূখণ্ডের যেকোনো ধরনের পরিবর্তন পর্যবেক্ষণ করা যাবে এবং পাইপলাইনে ছিদ্র হলে তা শনাক্ত করা যাবে।