তিন সেকেন্ডেই মোটরসাইকেলের তালা খুলতে পারেন তাঁরা

0
101
জয়পুরহাটে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, দু–তিন মাস ধরে জয়পুরহাট জেলায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি নর্থ বেঙ্গল স্কুল কর্তৃক জয়পুরহাট সার্কিট হাউস মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান থেকে সাদেকুল ইসলাম নামের এক ব্যক্তির একটি টিভিএস আরটিআর ১৫০ সিসির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় সাদেকুল ইসলামের ভাই আসাদুজ্জামান বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলমের নির্দেশে ডিবি পুলিশ মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্র শনাক্ত করা হয়। বিভিন্ন জেলা থেকে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বলেন, মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা রবিউল ইসলাম। তাঁদের কাছে একাধিক ‘মাস্টার চাবি’ রয়েছে। ওই চাবি দিয়ে যেকোনো মোটরসাইকেলের তালা মাত্র তিন সেকেন্ডে খুলে ফেলতে পারেন তাঁরা। চোরাই মোটরসাইকেলগুলো তাঁরা টাঙ্গাইল, জামালপুরসহ বিভিন্ন জেলায় ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি করতেন। তাঁদের টাঙ্গাইল ও জামালপুর জেলা থেকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে। মোটরসাইকেল চোর চক্রের আরও সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.