২২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে মা ও দুই শিশু উদ্ধার

0
183
ছবি- রয়টার্স।

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আন্তাকিয়া শহরের একটি ধ্বংসস্তূপ থেকে এক নারীকে তার দুই শিশু সন্তানসহ জীবিত উদ্ধার করা হয়েছে। তারা ধ্বংসস্তূপটিতে ২২৮ ঘণ্টা আটকে ছিলেন।

আজ বৃহস্পতিবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তুরস্কের সংবাদমাধ্যম জানায়, ওই নারীর নাম এলা। তাকে তাদের অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে মেসাম ও আলী নামের দুই সন্তানসহ জীবিত উদ্ধার করা হয়।

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে তুরস্কেই নিহত হয়েছেন ৩৫ হাজার বেশি। সিরিয়ায় নিহত হয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি। বেঁচে যাওয়া অনেক গৃহহীন হয়ে পড়েছেন। তবে তীব্র শীতের মধ্যে মানবেতর দিন কাটাচ্ছেন ভূমিকম্প কবলিত এলাকার মানুষ।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.