১৩১ বলে ২১০ রানের রেকর্ড ইনিংস খেলার পর থামলেন ইশান কিষাণ। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিকেই রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে। সেটিও মাত্র ১২৬ বলে। ওয়ানডে ইতিহাসে এখন এটিই দ্রুততম ডাবল সেঞ্চুরি। আগের রেকর্ডটি ছিল ক্রিস গেইলের, ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। আউট হওয়ার আগে কোহলির সঙ্গে কিষাণের জুটিতে উঠেছে ২৯০ রান। বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে ওয়ানডেতে এখন এটিই সর্বোচ্চ।
৩৮.১ ওভারে ৩ উইকেটে ৩২০ রানে ব্যাট করছে ভারত। কোহলি ৯৭ রানে খেলছেন।
৮৪ রানে ফিরতে পারতেন ইশান। কিন্তু ডাইভ দিয়েও বল তালুবন্দী করতে পারেননি সাকিব। এর আগে কোহলিকে জীবন দিয়েছিলেন লিটন। মিরাজের বলে ১ রানে থাকতে কোহলির ক্যাচ মিস করেছিলেন লিটন।
এর আগে টস জিতে ভারতকে ব্যাটিং পাঠিয়ে ইনিংসের পঞ্চম ওভারে শিখর ধাওয়ানকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ৮ বলে ৩ রান করে মাঠ ছাড়েন ভারতের ওপেনার। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ ইতোমধ্যেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন হাতছানি দিয়ে ডাকছে ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশে এনেছে দুই পরিবর্তন। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বদলে একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর জায়গায় খেলানো হচ্ছে ইয়াসির আলি চৌধুরী রাব্বিকে।
রোহিত শর্মা, দীপক চাহার ছিটকে যাওয়ায় ভারত একাদশেও দুই পরিবর্তন। লোকেশ রাহুলের নেতৃত্বে খেলতে নামা দলটিতে একাদশে এসেছেন ইশান কিশান। রাখা হয়েছে বাঁহাতি রিষ্ট স্পিনার কুলদীপ যাদবকে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, ইয়াসির আলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন।
ভারত একাদশ: শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।