২০৫ সেকেন্ডে হ্যাটট্রিক করে ইউরোপে রেকর্ড গড়া কে এই ফুটবলার

0
188
নাইজেরিয়ান ফুটবলার গিফ্ট ইমানুয়েল অরবান, ছবি: টুইটার

অরবান প্রথম গোলটি করেন ম্যাচের ৩১ মিনিটে। পরের ২ গোল ৩২ ও ৩৪ মিনিটে। তাঁর হ্যাটট্রিকে ইস্তাম্বুল বাসাকশেহিরকে গেঙ্ক হারিয়েছে ৪-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-২ অগ্রগামিতায় শেষ আটে পৌঁছে গেছে গেঙ্ক।

আগেই জানানো হয়ে হয়েছে, উয়েফার বাকি দুই প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে এর চেয়ে কম সময়ে হ্যাটট্রিক করতে পারেননি কেউ। চ্যাম্পিয়নস লিগের দ্রুততম সময়ের মধ্যে হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ সালাহ।

রেঞ্জার্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে মাত্র ৬ মিনিট ১২ সেকেন্ড হ্যাটট্রিক করেছিলেন সালাহ। ইউরোপা লিগে দ্রুততম সময়ে হ্যাটট্রিক করার রেকর্ড লেস্টার সিটির প্যাটসন ডাকার। ২০২১ সালে স্পার্তাক মস্কোর বিপক্ষে ৯ মিনিট ৩৪ সেকেন্ডে হ্যাটট্রিক করেছিলেন এই জাম্বিয়ান ফুটবলার।

চলতি বছরের জানুয়ারিতেই গেঙ্কে যোগ দেন অরবান। এর আগে খেলেছেন নরওয়ের ফুটবল ক্লাব স্তাবেকের হয়ে। সেখানে ২৪ ম্যাচ খেলে করেছেন ১৯ গোল। নতুন ক্লাবে যোগ দিয়ে মানিয়ে নিতে খুব একটা সময় নেননি এই ফরোয়ার্ড। ৯ ম্যাচে করেছেন ১২ গোল। গত চার দিনে এটা গিফ্টের দ্বিতীয় হ্যাটট্রিক। বেলজিয়ান প্রো লিগে কাল রাতের আগে নিজের সর্বশেষ ম্যাচেও ৪ গোল করেন। নাইজেরিয়া জাতীয় দলের হয়ে এখনো খেলা হয়নি অরবানের।

অরবানের হ্যাটট্রিকে ইস্তাম্বুল বাসাকশেহিরকে গেঙ্ক হারিয়েছে ৪-১ গোলে

অরবানের হ্যাটট্রিকে ইস্তাম্বুল বাসাকশেহিরকে গেঙ্ক হারিয়েছে ৪-১ গোলে
ছবি: টুইটার

গোলক্ষুধার জন্য আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’ অরবানকে ‘নাইজেরিয়ান হলান্ড’ তকমা দিয়েছে। এ বছর জানুয়ারিতে গেঙ্কে যোগ দেন অরবান। বেলজিয়ান সংবাদমাধ্যম ‘এইচএলএন’ জানিয়েছে গেঙ্কের কোচ হ্যান ভ্যানহাজব্রুক ‘মাত্র ২০ সেকেন্ড দেখেই তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন।’

গত ১১ ফেব্রুয়ারি বেলজিয়ান প্রো লিগে অভিষেকে করেছিলেন জোড়া গোল। গত রোববার জুলতে ভারেজেমের বিপক্ষে গেঙ্কের ৬–২ ব্যবধানের জয়ে একাই করেন ৪ গোল। গেঙ্কের প্রথম খেলোয়াড় হিসেবে বেলজিয়ামে একাই ৪ গোলের রেকর্ড গড়েন অরবান। আর এবার হ্যাটট্রিকে করলেন রেকর্ড। তাঁর নামের সঙ্গে ‘গিফ্ট’ শব্দটা যেহেতু আছে, তাই ধরেই নেওয়া যায় এই অরবান ফুটবলের জন্য উপহার!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.