বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে খুশি অধিনায়ক সাকিব আল হাসান। তার কথায়, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন বাংলাদেশকেই দেখতে চান তিনি।
কুড়ি ওভারের ক্রিকেটে এর আগে একটি মাত্র ম্যাচ খেলেছে বাংলাদেশ-ইংল্যান্ড। এই ফরম্যাটে দুই দলের দ্বিতীয় সাক্ষাতে টাইগারদের সামনে স্রেফ উড়ে গেছে ইংলিশরা। ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লাল-সবুজের জার্সিধারীরা।
ম্যাচ শেষে অধিনায়ক সাকিব বলেন, ‘আমরা যেভাবে খেলেছি, সেটি ছিল দুর্দান্ত। দলের কাছে আর কী চাইব! বোলাররা কখনও ভয় পায়নি। সকলে জানত, তাদের কি করা দরকার। বোলররা পরিকল্পনা করে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের আটকিয়েছে। টি-টোয়েন্টিতে এমন পারফরমেন্স করলে কাউকে চিন্তা করা লাগে না।’
ম্যাচে বাটলারের ক্যাচ মিস করেছিলেন সাকিব। ম্যাচ শেষে সেই সেই বিষয়টিও তুলে তিনি। সাকিব বলেন, ‘আমার ক্যাচ মিস বাদে সকলে খুব ভালো ফিল্ডিং করেছে। এটাই আমরা করতে চেয়েছি। আমরা ড্রেসিংরুমে এমন পরিবেশই তৈরি করার চেষ্টা করছি। আশা করি আমরা এটা চালিয়ে যেতে পারব।’
এখান থেকেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়ে তোলায় নজর দিতে হবে বলে মনে করেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা খুব ভালো শুরু করেছি। ২০২৪ সালের বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। আমরা সেটিই গড়ে তোলার চেষ্টা করি। এভাবে যদি আমরা ভালো দল গড়ে তুলতে পারি, তাহলে বিশ্বকাপেও ভালো কিছু হবে।’
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের পরবর্তী দুই টি-টোয়েন্টি ম্যাচ ১২ ও ১৪ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই শুরু হবে বিকেল ৩টায়।