১ আইটেম গানে নাচের পারিশ্রমিক ২ কোটি

0
6
নোরা ফাতেহি

নাচের জন্যই বিশেষভাবে পরিচিত। একের পর এক সিনেমার পাশাপাশি দারুণ সব নাচ দিয়ে ভক্তদের কাছে তিনি এক দশক ধরে জনপ্রিয়। বলছি নোরা ফাতেহির কথা। তিনি সিনেমায় অভিনয় করলেও আইটেম গান তাঁকে বেশি খ্যাতি দিয়েছে। যে কারণে গানের পারফরম্যান্সে প্রায় সিনেমার সমান পারিশ্রমিক নেন। আজ নোরার জন্মদিন। বিশেষ এই দিনে জেনে নিতে পারেন তাঁর সম্পর্কে জানা–অজানা কথা।

বিলাসী জীবন যাপন করেন নোরা। মুম্বাই ও কানাডায় তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। যার মূল্য ১২ কোটি টাকার বেশি। একবার শোনা গিয়েছিল, তাঁর একটি ভ্যানিটি ব্যাগের দাম কোটি টাকার ওপরে।
বিলাসী জীবন যাপন করেন নোরা। মুম্বাই ও কানাডায় তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। যার মূল্য ১২ কোটি টাকার বেশি। একবার শোনা গিয়েছিল, তাঁর একটি ভ্যানিটি ব্যাগের দাম কোটি টাকার ওপরে। ছবি: ইনস্টাগ্রাম

নানা রকম গাড়ি সংগ্রহের নেশা রয়েছে এই অভিনেত্রী ও মডেলের। তাঁর সংগ্রহে থাকা গাড়ির মধ্যে রয়েছে বিএমডব্লিউ ফাইভ সিরিজ, মার্সেডিজ বেঞ্জ, হোন্ডা সিটিসহ একাধিক গাড়ি।
নানা রকম গাড়ি সংগ্রহের নেশা রয়েছে এই অভিনেত্রী ও মডেলের। তাঁর সংগ্রহে থাকা গাড়ির মধ্যে রয়েছে বিএমডব্লিউ ফাইভ সিরিজ, মার্সেডিজ বেঞ্জ, হোন্ডা সিটিসহ একাধিক গাড়ি।ছবি: ইনস্টাগ্রাম

বলিউডে তাঁর ক্যারিয়ার ১০ বছরের বেশি। নাচ দিয়েই শুরু। ভক্তদের কাছে নাচে পরিচিতি পেলেও কখনোই পেশাদারভাবে নাচ শেখেননি নোরা। তিনি নিজেই নাচ রপ্ত করেছেন।
বলিউডে তাঁর ক্যারিয়ার ১০ বছরের বেশি। নাচ দিয়েই শুরু। ভক্তদের কাছে নাচে পরিচিতি পেলেও কখনোই পেশাদারভাবে নাচ শেখেননি নোরা। তিনি নিজেই নাচ রপ্ত করেছেন।ছবি: ইনস্টাগ্রাম

ইন্ডিয়াডটকম সূত্রে জানা গিয়েছিল, নোরার বলিউডে একটি সিনেমার জন্য পারিশ্রমিক দুই কোটি রুপি। একটি আইটেম গানের পারিশ্রমিকও একই রকম। প্রায় এক থেকে দুই কোটি রুপি। এ জন্য একাধিকবার শিরোনামও হয়েছেন তিনি।
ইন্ডিয়াডটকম সূত্রে জানা গিয়েছিল, নোরার বলিউডে একটি সিনেমার জন্য পারিশ্রমিক দুই কোটি রুপি। একটি আইটেম গানের পারিশ্রমিকও একই রকম। প্রায় এক থেকে দুই কোটি রুপি। এ জন্য একাধিকবার শিরোনামও হয়েছেন তিনি।ছবি: ইনস্টাগ্রাম

আজ ৩৩–এ পা দিলেন নোরা। যাঁর জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তিনি মিডিয়ায় আসার আগে একসময় সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন।
আজ ৩৩–এ পা দিলেন নোরা। যাঁর জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তিনি মিডিয়ায় আসার আগে একসময় সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন।ছবি: ইনস্টাগ্রাম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.