নাচের জন্যই বিশেষভাবে পরিচিত। একের পর এক সিনেমার পাশাপাশি দারুণ সব নাচ দিয়ে ভক্তদের কাছে তিনি এক দশক ধরে জনপ্রিয়। বলছি নোরা ফাতেহির কথা। তিনি সিনেমায় অভিনয় করলেও আইটেম গান তাঁকে বেশি খ্যাতি দিয়েছে। যে কারণে গানের পারফরম্যান্সে প্রায় সিনেমার সমান পারিশ্রমিক নেন। আজ নোরার জন্মদিন। বিশেষ এই দিনে জেনে নিতে পারেন তাঁর সম্পর্কে জানা–অজানা কথা।