১২৩ কোটি টাকা মুনাফা করেছে পিজিসিবি

0
112
পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি)

২০২১-২২ অর্থবছরে ১২৩ কোটি টাকা মুনাফা করেছে পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি)। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার অনুষ্ঠিত পিজিসিবির ২৬তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য জানানো হয়। গত দু’বছরের মতো এবারও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনলাইনে অনুষ্ঠিত হয়। এজিএমে সভাপতিত্ব করেন পিজিসিবি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান। শেয়ারহোল্ডার এবং কোম্পানির পরিচালকেরা অনলাইন এজিএমে অংশ নেন।

কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদের সঞ্চালনায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে ২০২১-২০২২ অর্থবছরের কার্যক্রম তুলে ধরেন পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া।

সভায় জানানো হয়, আলোচ্য ২০২১-২০২২ অর্থবছরে পিজিসিবি টাকা ১২২.৯২ কোটি করপরবর্তী মুনাফা করেছে। আগের অর্থবছরে (২০২০-২১) টাকা ৩২০.৮১ কোটি করপরবর্তী মুনাফা হয়েছিলো। এবার কোভিড পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় উন্নয়ন সহযোগিদের ঋণ পরিশোধে ব্যয় বেড়েছে। ফলে কোম্পানির আয় তুলনামূলক কম হয়েছে। এজিএম-এ কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ব্যতিত অন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, শেয়ারহোল্ডারদের আস্থা ও ভালোবাসায় আগামী দিনে পিজিসিবি আরও এগিয়ে যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.