বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আওতায় ১৭তম নিবন্ধন লিখিত পরীক্ষার প্রথম দিনে স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত আট জেলায় অনুষ্ঠিত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৭৮ হাজার ২৪৩ জন। এদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৭ হাজার ২৭৪ জন, অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৯৬৯ জন ও বহিষ্কার হন ৩ জন।
পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। আগামীকাল শনিবার সকাল ৯টায় একইভাবে ৮ জেলায় কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

















