১৩ রান করেই যে বিশ্ব রেকর্ড ভাঙলেন পাকিস্তানের সুফিয়ান মুকিম

0
6
বল হাতে নয়, ব্যাট হাতে রেকর্ড গড়েছেন পাকিস্তানের সুফিয়ান মুকিমএএফপি

১১ জনের খেলা ক্রিকেটে ১২ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ১৩ রান!

হ্যামিল্টনে আজ নতুন বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন পাকিস্তানের সুফিয়ান মুকিম। কী রেকর্ড? আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে ব্যাট করে সর্বোচ্চ রান করার।

এখন প্রশ্ন করতে পারেন, আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে ব্যাট করার ঘটনা কয়টি? একেবারে কিন্তু কম নয় সংখ্যাটা—১০ বার। তবে সব কটি ঘটনাই সাম্প্রতিক অতীতের। ক্রিকেটে কারও ১২ নম্বরে ব্যাটিং করতে নামার ঘটনাই তো একসময় কল্পনা করা যায়নি। ছয় বছর আগে, মানে ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কাউকে ১২ নম্বরে ব্যাটিং করতে দেখে।

এর আগে অবশ্য ১২ নম্বরে ব্যাট করার কোনো সুযোগই ছিল না আন্তর্জাতিক ক্রিকেটে। ওই বছরের আগস্টে কনকাশন সাব বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার কারণে খেলোয়াড় বদলির নিয়ম চালু করে আইসিসি। এ নিয়মে কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে যদি কনকাশন হয়, তবে লাইক টু লাইক বা একই রকম ভূমিকা পালন করা খেলোয়াড়কে বদলি হিসেবে নামাতে পারে দলগুলো।

নতুন এই নিয়ম চালুর ৩৩ দিন পরই প্রথম কনকাশন বদলি খেলোয়াড়কে দেখে আন্তর্জাতিক ক্রিকেট। কিংস্টন টেস্টে তৃতীয় দিনের শেষ বিকেল দিনে ভারতের বিপক্ষে রান তাড়া করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরার বল ওয়েস্ট ইন্ডিজের ৩ নম্বর ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোর হেলমেটে আঘাত করে। এরপর দিনের শেষ আরও দুই বল খেলেই ড্রেসিংরুমে ফিরেছিলেন ব্রাভো। তবে পরের দিন চতুর্থ ওভারের প্রথম বলটি খেলার পর অস্বস্তি বোধ করায় উঠে যান।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘১২ নম্বর’ ব্যাটসম্যান শ্যানন গ্র্যাব্রিয়েলক্রিকেট উইন্ডিজ

ইতিহাসের প্রথম কনকাশন বদলি হিসেবে জার্মেইন ব্ল্যাকউডকে নামায় ওয়েস্ট ইন্ডিজ। আর এ কারণেই ১১ নম্বর থেকে ব্যাটিংক্রমের ১২ নম্বরে চলে যান ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েলকে শূন্য রানে অপরাজিত রেখেই ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যান জ্যাসন হোল্ডার।

গ্যাব্রিয়েলের পর আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বরে নামা পরের পাঁচ ব্যাটসম্যানও কোনো রান করতে পারেননি। তাঁদের দুজন অপরাজিত থাকলেও আউট হয়ে গিয়েছিলেন তিনজন।

১২ নম্বরে নেমে রান পাওয়া প্রথম খেলোয়াড়ের নাম ফজলহক ফারুকি। ২০২৩ সালের মার্চে শারজায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ১২ নম্বরে নেমে ১ রানে অপরাজিত থাকেন আফগান পেসার।

তিন মাস পর মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১২ নম্বর নেমে আফগানিস্তানের জহির খান এক বাউন্ডারিতে ৪ রান করে অপরাজিত থাকেন। এত দিন এটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ১২ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ। আজ একটি করে চার-ছক্কায় ১০ বলে ১৩ রান করে সেই রেকর্ড ভাঙলেন পাকিস্তানের সুফিয়ান মুকিম।

সুফিয়ান মুকিম

রান তাড়ায় উইল ও’রুর্কের বাউন্সার হারিস রউফের হেলমেটে আঘাত হানে। তাৎক্ষণিকভাবেই মাঠ ছাড়তে হয় পাকিস্তানি পেসারকে। কনকাশন বদলি হিসেবে নেমে ফিফটি পেয়ে যান নাসিম শাহ। আর তাঁকে ব্যাটিংক্রমে ওপরে জায়গা দিয়ে ১২ নম্বরে নেমে যাওয়া সুফিয়ান মুকিম পেয়ে গেলেন বিশ্ব রেকর্ডই।

এটা ছিল বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিমের দ্বিতীয় ওয়ানডে। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.