১৩ মাস পর টোলের আওতায় চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

0
8
চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে

উদ্বোধনের ১৩ মাস পর টোলের আওতায় আসলো চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে টোল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান।

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নতুন এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়। উদ্বোধনের পর এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

পরে উপদেষ্টা, মেয়র ও সিডিএ কর্মকর্তাদের গাড়ি বহর টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। প্রথমবারের মতো এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে উচ্ছ্বসিত যাত্রী-চালকরা। তবে টোল ফি নিয়ে অভিযোগ করেন কেউ কেউ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.