১১ ঘণ্টার ব্যবধানে চলন্ত ট্রেন থেকে পড়ে ৩ ব্যক্তির মৃত্যু

0
144
ট্রেন

রাজধানীতে ১১ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় চলন্ত ট্রেন থেকে পড়ে আজ বুধবার দুই যুবকসহ তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তাঁদের কারও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ধারণা করছে, নিহত দুজনের বয়স ২০ বছর আর অপরজনের বয়স ৩৫ থেকে ৪০ বছর।

ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর আজ বলেন, বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকা ক্যান্টনমেন্টের স্টাফ রোড রেল গেটের ১০০ গজ উত্তরে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই তরুণ ঘটনাস্থলেই মারা যান। তাঁরা ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। পরে সকাল সাড়ে নয়টার দিকে দুই তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। তাঁদের পরনে চেক লুঙ্গি ও চেক শার্ট ছিল।

এদিকে আজ বিকেল চারটার দিকে বিমানবন্দর রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অপর এক ব্যক্তি মারা গেছেন। এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন, বিকেল চারটার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেন থেকে ওই ব্যক্তি পড়ে যান। তাঁকে রক্তাক্ত অবস্থায় বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর পরনেও চেক লুঙ্গি ও চেক শার্ট ছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.