১০ বাংলাদেশিকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে

0
79
আরাকান আর্মি

কক্সবাজারের উখিয়ার নাফ নদী থেকে ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের বিরুদ্ধে। দেশের ভেতরে কক্সবাজারের নাফ নদীতে মাছ শিকারের সময় তারা অপহরণের শিকার হয়েছেন।

বুধবার (১ মে) সকাল ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল সীমান্তের নাফ নদী থেকে তাদেরকে ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২), পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণী (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫) এবং আয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।

উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, খালের মুখে মাছ ধরার সময় আরকান আর্মির সদস্যরা ১০ জেলেকে ধরে নিয়ে গেছেন। কারণ, রহমতের বিল সীমান্তে মিয়ানমার অংশে এখন সে দেশের কোনো সরকারি বাহিনী নেই। যারা ছিল তারা সবাই সংঘাতের সময় পালিয়ে বাংলাদেশে চলে এসেছিল। এখন রহমতের বিলের ওপারে মিয়ানমারের ওই এলাকাটি আরাকান আর্মির দখলেই আছে।

সীমান্ত এলাকার এ জনপ্রতিনিধি বলেন, এ পর্যন্ত কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না ধরে নিয়ে যাওয়া জেলেদের। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, জেলেরা যেহেতু সীমান্ত এলাকা থেকেই অপহরণের শিকার হয়েছে, তাই বুধবার রাতেই বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। এ ছাড়া তাদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.