মেটাভার্সের ব্যবহার শুরু হলে বাংলাদেশেও ব্যাপক পরিবর্তন আসবে

0
84
মেটাভার্স নিয়ে আয়োজিত সেমিনারে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার (ডান থেকে দ্বিতীয়), সংগৃহীত

তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীদের সংগঠন সিটিও ফোরাম আয়োজিত এ সেমিনারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার বলেন, মেটাভার্সের বিষয়ে দেশের শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে হবে। ইন্টারনেটের গতি দুর্বল থাকলে মেটাভার্সের যুগে ভালো করার সুযোগ থাকবে না। তাই দ্রুতগতির সংযোগ তৈরিতে সরকার কাজ করছে।

সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, ১০ বছর আগে মেটাভার্স একটি ধারণার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এই মুহূর্তে এই প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে। আগামী সাত থেকে আট বছরের মধ্যেই আমরা মেটাভার্সের জগতে প্রবেশ করতে পারি।

সিটিও ফোরামের মহাসচিব আরফে এলাহীর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের নর্দান ইলিনয় বিশ্ববিদ্যালয়ের পিএসডি গবেষণা সহযোগী অ্যান্টনি ক্লেমন্স। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্কের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, ই-লার্নিং বিশেষজ্ঞ ড.বদরুল হুদা খান প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.