১০০ কোটি টাকার প্রতারণা মামলায় এই অভিনেতার নাম

0
12
শ্রেয়াস তালপাড়ে, ইনস্টাগ্রাম থেকে

আইনি বিপাকে অভিনেতা শ্রেয়াস তলপাড়ে। তাঁর বিরুদ্ধে ভুয়া অর্থলগ্নি সংস্থা খুলে ১০০ কোটি টাকার বেশি আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। ভারতের উত্তর প্রদেশের এই প্রতারণা মামলায় নাম জুড়েছে আরও ১৩ জনের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

জানা গেছে, ‘লোনি আরবান মাল্টিস্টেট ক্রেডিট’ ও ‘থ্রিফট কো–অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামের দুটি সংস্থার সঙ্গে যুক্ত এই অভিনেতা। ওই সংস্থা দুটি মূলত গ্রামের বাসিন্দাদেরই টার্গেট করত। বিনিয়োগ করলে কম সময়ে বিপুল সুদের লোভ দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হতো। পরে যদিও ওই টাকা ফেরত পেতেন না গ্রাহকেরা। এ সংস্থার বেশির ভাগ এজেন্টই গা ঢাকা দিয়েছেন।

শ্রীনগরের মাহোবা থানায় এফআইআর করেন এক প্রতারিত ব্যক্তি। ওই সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। তাতেই উঠে আসে অভিনেতা শ্রেয়াস তলপাড়ে ও অলোক নাথের নাম। দুজনে কমপক্ষে ৯ কোটি টাকা প্রতারণা করেছেন বলেই অভিযোগ। গোমতী নগর ও সোনিপথ থানাতেও তাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

গতকাল সারা দিন এই আর্থিক প্রতারণা মামলায় শ্রেয়াসের নাম জড়িয়ে নানা ধরনের খবর হয়েছে। এরপর রাতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা। ম্যানেজারের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে কাজ করেছেন শ্রেয়াস। ওই ছবিতে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডন, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল রয়েছেন। এ ছাড়া ‘হাউসফুল ৫’ ছবিতেও কাজ করছেন শ্রেয়াস। সেখানেও রয়েছেন অক্ষয় কুমার। সঙ্গে থাকছেন রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চনের মতো তারকারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.