ম্যানুয়াল পদ্ধতিতে খোলা সঞ্চয়পত্রে পুন:বিনিয়োগ করা যাবে না

0
147

সঞ্চয়পত্র বিধিমালা–১৯৭৭ (সংশোধিত–২০১৫) অনুযায়ী, ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যু করা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তির তারিখ ২০২৪ সালের ২৯ জুন। ম্যানুয়াল পদ্ধতিতে খোলা সঞ্চয়পত্রের মেয়াদ পূর্তিতে প্রযোজ্য মুনাফা দেওয়া হবে। তবে পুন:বিনিয়োগ করা যাবে না। কোনো বিনিয়োগকারী আগ্রহী হলে একই দিনে অনলাইনে পাঁচ বছর মেয়াদি হিসাব খুলতে পারবেন।

অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয় শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনটি আজ বৃহস্পতিবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

জানা গেছে, শুধু পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র নয়, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক তিন বছর মেয়াদি সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রেও ম্যানুয়াল পদ্ধতিতে কেনা সঞ্চয়পত্রে পুন:বিনিয়োগ সুবিধা পাওয়া যাবে না। ২০১৯ সালের ১ জুলাই থেকে সঞ্চয়পত্র স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে বেচাকেনা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.