হুমকি-ধামকির পরও কাজটি শেষ করেছেন রাইমা সেন

0
80
অভিনেত্রী রাইমা সেন
টালিউড অভিনেত্রী রাইমা সেন ও অভিষেক সিং অভিনীত ছবি ‘মা কালী’। স্বাধীনতার আগে দেশ বিভাগের সময় বাঙালিদের ওপর যে নির্মম অত্যাচার করা হয়েছিল- এই সিনেমায় সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক বিজয় ইয়ালাকান্তি। এই সিনেমা থেকে সরে দাঁড়াতে ফোনে হুমকি পাচ্ছিলেন রাইমা সেন। তবুও হাল ছাড়েন নি। শেষ করেছেন সিনেমার শুটিং।

অবশেষ এসেছে ‘মা কালী’র টিজার প্রকাশ হয়েছে। ১ মিনিট ৫৭ সেকেন্ডের ওই টিজারে দেশভাগের মর্মান্তিক ইতিহাসের টুকরো টুকরো ঝলক তুলে ধরা হয়েছে।

সিনেমার প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ অগাস্টের সাম্প্রদায়িক দাঙ্গা; ইতিহাসে যা ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ বা ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত।

রাইমা বলেছেন, স্বাধীনতার আগে অপ্রকাশ্য কিছু ঘটনা বাঙালি হিসেবে তুলে ধরার তাগিদ বোধ থেকে তিনি সিনেমাটি করেছেন। সিনেমার পোস্টার প্রকাশের পর অনেক হুমকি ধামকিতেও দমে যাননি, কাজটি শেষ করেছি। সিনেমার মুক্তির তারিখ নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি। আশাকরি শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা হবে।

বাংলাদেশের মেয়ে রাইমা সেন প্রয়াত অভিনেত্রী সুচিত্রা সেন নাতনি। রাইমা সেনের কথায়, এমন অনেক ঘটনা আছে যা কেউ-ই জানে না। আমিও কখনো জানতাম না। এ ছবির চিত্রনাট্য পড়ে জানতে পেরেছি দেশভাগের ইতিহাস। এখনই সেটি জানানো সম্ভব নয়, ছবি মুক্তির পরই দর্শক জানতে পারবেন।

তিনি বলেন, এ চিত্রনাট্য পড়ার সময়ে কেঁদে ফেলেছিলেন তিনি। তার মনে হয়েছে, এই অন্যায় দিনের পর দিন বাংলা এবং বাঙালি সহ্য করে আসছে। যেহেতু তিনিও একজন বাঙালি। তাই সেই জায়গা থেকে তারও সেসব তুলে ধরা উচিত বলে মনে করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.