হিরো আলমের ওপর হামলা: জড়িত আরও ১৫ জনকে খুঁজছে পুলিশ

0
136
বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের সামনে হিরো আলমের ওপর হামলা হয়।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিন স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় জড়িত আরও ১৫ জনকে খুঁজছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ১৫ জনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। রিমান্ডে থাকা আসামিরা জিজ্ঞাসাবাদে জড়িতদের সম্পর্কে তথ্য দিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের দিন বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের সামনে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাকে রামপুরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় মঙ্গলবার অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে মামলা করা হয়। হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে রাজধানীর বনানী থানায় এ মামলা করেন।

এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সানোয়ার কাজী, বিপ্লব হোসেন, মেহেদী, মোজাহিদ, আশিক, হৃদয় ও সৈয়দ মোল্লা। তাদের মধ্যে ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেনকে রিমান্ডে নেওয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.