হিজবুল্লাহর সাথে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের

0
18
লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা করলো ইসরায়েল

হিজবুল্লাহর সাথে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইসরায়েল। লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। খবর আল জাজিরার।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের উদ্যোগে শান্তি আলোচনার চেষ্টা করা হলেও অনড় তেলআবিব। আরও এক ধাপ ওপরে নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী কাৎজ। কোনো ধরনের প্রস্তাবেই সাড়া দিতে রাজি নন তিনি।

অস্ত্রবিরতি ইস্যুতে ইসরায়েলের কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন ডেরমারের সাথে আলোচনার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের। তবে প্রতিরক্ষামন্ত্রী কাৎজ আগেভাগেই জানিয়ে দিয়েছেন, হামলা বন্ধ হবে না লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে।

আজ মঙ্গলবার তিন দিনের সফরে লেবাননে যাচ্ছেন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রয়েক্স। দেখা করবেন দেশটিতে অবস্থানরত ইউনিফিল সদস্যদের সাথে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.