হিজবুল্লাহর নৌবাহিনীর শীর্ষ এক কর্মকর্তাকে আটক করেছে ইসরায়েল। তাঁর নাম ইমাদ আমহাজ। গতকাল শুক্রবার ভোরে লেবাননের উত্তরাঞ্চলের উপকূলীয় শহর ব্যাটরুন থেকে তাঁকে আটক করা হয়। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়। পৃথক আরেকটি সূত্রও ইমাদকে আটকের তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছে। কিন্তু কারা আটক করেছে, তা নিয়ে তিনি মন্তব্য করেননি।
লেবাননের রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা জানায়, দেশটির নিরাপত্তা বাহিনীগুলো ঘটনাটি খতিয়ে দেখছে। তবে এ নিয়ে ইসরায়েল এবং লেবানন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
হিজবুল্লাহপন্থী সাংবাদিক হাসান ইলাইক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের বড় একটি দল লেবাননের পর্যটন শহরটিতে অবতরণ করে এবং ওই ব্যক্তিকে আটক করে। এরপর তাঁকে স্পিডবোটে করে নিয়ে যায়।
এই সাংবাদিক সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছেন। এতে দেখা যায়, সেনারা রাস্তায় হাঁটছেন। তাঁদের মধ্যে দুজন এক ব্যক্তিকে ধরে আছেন।
লেবাননের পরিবহনমন্ত্রী আলী হামিয়ে ভিডিওটি সঠিক বলে মন্তব্য করেছেন। কিন্তু বিস্তারিত কিছু জানাননি। আলী হামিয়ে লেবানন সরকারে হিজবুল্লাহর প্রতিনিধি।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর তৎকালীন প্রধান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হাশেমকে বিবেচনা করা হচ্ছিল। চলতি মাসের শুরুর দিকে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েল বিমান হামলা চালিয়ে তাঁকেও হত্যা করে।
রয়টার্স, বৈরুত