হাসিমুখে সেলফি তুলছেন মেলোনি, মোদির মুখেও হাসি

0
22
ইতালিতে জি-৭ জোটের শীর্ষ সম্মেলনের এক ফাঁকে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নরেন্দ্র মোদির সেলফি, ছবি: এএনআইয়ের এক্স থেকে নেওয়া

ভারতে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে ইতালি গেছেন নরেন্দ্র মোদি। উদ্দেশ্য, জি-৭ জোটের তিন দিনের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া। সম্মেলনের এক ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তোলা মোদির সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবির ওপর কালো কোটি পরেছেন মোদি। পকেটে রেখেছেন কলম। চোখে চশমা। অন্যদিকে মেলোনির খোলা চুল, পরনে ধূসর কোট। হাতে মুঠোফোন। মুখে হাসি। সেটাতেই মোদির সঙ্গে সেলফি তুলছেন তিনি। হাসিমুখে পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন মোদিও।

মোদি-মেলোনির হাসিমুখের সেলফি এবারই প্রথম আলোড়ন তুলেছে, তা নয়। গত বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতিসংঘ আয়োজিত জলবায়ু শীর্ষ সম্মেলনে (কপ-২৮) যোগ দিয়েছিলেন দুই নেতা। সেখানে সেলফি তোলেন তাঁরা। এরপর সেই সেলফি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন মেলোনি। ক্যাপশনে জুড়ে দেন ‘হ্যাশট্যাগ মেলোদি’।

ওই সময় মোদি-মেলোনির এই সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছিল। অনেকেই শেয়ার করেছিলেন। এক্সে রীতিমতো ট্রেন্ডিং হয়েছিল হ্যাশট্যাগ মেলোদি। এবারও দুই নেতার হাসিমুখে তোলা সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করেছে। বছর না ঘুরতে আবারও ট্রেন্ডিং হচ্ছে হ্যাশট্যাগ মেলোদি।

https://x.com/i/status/1801865796190134583

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.