ঢাকার একটি হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া উইং।
গত রোববার (২ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে মির্জা ফখরুল ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ধুলাবালির সংস্পর্শে এসে অসুস্থতা অনুভব করেন মির্জা ফখরুল। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে ভর্তির পর বিএনপির সূত্রে বিভিন্ন গণমাধ্যম বলেছিল, বিএনপি মহাসচিবের রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়েছিল। আর বুকে কাশি জমাট বাঁধায় শ্বাসপ্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। প্রচণ্ড দুর্বল বোধ করছিলেন তিনি। এখন তিনি অনেকটা সুস্থ আছেন।
এদিকে, আজ ঢাকায় একটি পাঁচতারা হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি। এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মির্জা ফখরুল।