চলমান বিশ্বকাপে দুর্বার গতিতে ছুটছে নিউজিল্যান্ড ও ভারত। এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি দুই দলের কেউ। তবে আজকের পর সে সংখ্যাটা বদলে যাবে। যে কোনো একদল অপরাজেয় থাকার সম্মান উপভোগ করবে। হিমালয় পর্বতের কোলঘেঁষা নয়নাভিরাম ধর্মশালায় টসভাগ্যে হেসেছেন রোহিত শর্মা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক।
ভারতীয় দলে দুই পরিবর্তন। চোটের কারণে হার্দিক পান্ডিয়াকে রাখা হয়নি। তার বদলে একাদশে এসেছেন সূর্যকুমার যাদব। শার্দুল ঠাকুরের জায়গায় নেওয়া হয়েছে মোহম্মদ শামিকে।
ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ শামি, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, উইল ইয়ং।