বিএনপির ছেড়ে দেওয়া পাঁচ সংসদীয় আসনের মতই চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনেও উপনির্বাচন হবে ১ ফেব্রুয়ারি। সোমবার এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিএনপির মো. হারুনুর রশীদ গত বৃহস্পতিবার সংসদ থেকে পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত ইসির প্রজ্ঞাপনে বলা হয়, ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে উপ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৮ জানুয়ারি বাছাইয়ের পর ১৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।
গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা একযোগে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরদিন তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
তাদের মধ্যে পাঁচজনের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ১৮ ডিসেম্বর।