হারিয়ে যাওয়া ১২ শিশুকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ

0
95
উদ্ধারের পর এসব শিশুকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছবি: ট্যুরিস্ট পুলিশের সৌজন্যে

আগস্ট মাসে দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ১২ শিশুকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। উদ্ধারের পর এসব শিশুকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আজ বুধবার ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, পর্যটন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক কোনো বিষয় সামনে এলে ট্যুরিস্ট পুলিশ সেটাকেও সমান গুরুত্ব দিয়ে থাকে। সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হারিয়ে যাওয়া ১২ জন শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

উদ্ধার হওয়া শিশুরা হলো- চট্টগ্রাম জেলার পতেঙ্গার গাজীউর রহমানের মেয়ে আফরোজা আনজুম (৬), বায়েজিদের ভাটিয়ারী ক্যান্টনমেন্ট এলাকার মামুন আহাম্মদের ছেলে সিফাত আল হাসান (৬), পতেঙ্গার কাটগড় এলাকার মমিনুর রহমানের ছেলে মাসরুর মেহরাজ (৩), মনসুরাবাদ ডাবল মুরিংয়ের আব্দুল হালিমের মেয়ে তানিশা (৫), পাঁচলাইশ থানার শুল্ক বহর পাখির দোকান এলাকার রবিউল হোসেন জুয়েলের মেয়ে জান্নাত (৪), আগ্রাবাদের খায়রুল ইসলামের মেয়ে হাবীবা আক্তার (৪); বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার জহিরুল ইসলামের ছেলে হাসান (৮), মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বিপুল দাসের মেয়ে অন্তি দাস (০৯), কুমিল্লার চৌদ্দগ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল আরাফাত (৩), কক্সবাজারের রামু থানার শিবু ধরের মেয়ে অন্নপূর্ণা (০৫) ও মো. জসীম উদ্দিনের মেয়ে মীম (৪) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আয়মন আলী (৫)।

এছাড়া আগস্ট মাসে দুটি মোবাইল ও একটি ক্যামেরা উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.