হামলার আশঙ্কা: ভারতের ৩২ বিমানবন্দর বন্ধ ঘোষণা

0
13
ভারতের ৩২ বিমানবন্দর বন্ধ

পাকিস্তানের ড্রোন হামলার পর ৩২টি বেসামরিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করেছে ভারত।  শনিবার (১০ মে) ভোরে এ ঘোষণা দিয়েছে ভারতের বেসামরিক বিমানবন্দর বিষয়ক কর্তৃপক্ষ দ্য এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিএসি)।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত এই ৩২টি বিমানবন্দরে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে।

এএআই এবং ডিজিসিএ’র তালিকায় থাকা এই ৩২টি বিমানবন্দর হলো—

  • আধামপুর বিমানবন্দর
  • আম্বালা বিমানবন্দর
  • অবন্তিপুর বিমানবন্দর
  • বাথিন্দা বিমানবন্দর
  • ভুজ বিমানবন্দর
  • বিকানের বিমানবন্দর
  • চণ্ডীগড় বিমানবন্দর
  • হালওয়ারা বিমানবন্দর
  • হিন্দন বিমানবন্দর
  • জয়সালমির বিমানবন্দর
  • জম্মু বিমানবন্দর
  • জামনগর বিমানবন্দর
  • যোধপুর বিমানবন্দর
  • কান্দলা বিমানবন্দর
  • কাঙ্গরা বিমানবন্দর
  • কেশোদ বিমানবন্দর
  • কিষাণগড় বিমানবন্দর
  • কুল্লু মানালি বিমানবন্দর
  • লেহ বিমানবন্দর
  • লুধিয়ানা বিমানবন্দর
  • মুন্দ্রা বিমানবন্দর
  • নালিয়া বিমানবন্দর
  • পাঠানকোট বিমানবন্দর
  • পাতিয়ালা বিমানবন্দর
  • পোরবন্দর বিমানবন্দর
  • রাজকোট বিমানবন্দর
  • সারসাওয়া বিমানবন্দর
  • শিমলা বিমানবন্দর
  • শ্রীনগর বিমানবন্দর
  • দোইসে বিমানবন্দর
  • উত্তরলাই বিমানবন্দর

এছাড়া আকাশপথেও দেয়া হয়েছে বিধিনিষেধ। দিল্লি ও মুম্বাই এলাকার ২৫টি রুটে বিমান চলাচল বন্ধ থাকবে ১৪ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত, যা ভারতের সময় অনুযায়ী ১৫ মে ভোর ৫ টা ২৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয় করে এই সাময়িক নিষেধাজ্ঞাগুলো পরিচালিত হচ্ছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং যাত্রীদের ভোগান্তি কমানো যায়। এয়ারলাইনগুলোকে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.