হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, না হলে লং মার্চের হুঁশিয়ারি

0
11
হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আল্টিমেটাম দেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

হাদি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে শুক্রবার গোপালগঞ্জ অভিমুখে লংমার্চ করা হবে।’

তিনি অভিযোগ করেন, ‘সরকারের সঙ্গে এনসিপির ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও তাদের নিজ এলাকায় নিরাপত্তা নেই, যা গোটা দেশের জন্য উদ্বেগজনক।’

সমাবেশে হাদি আরও বলেন, ‘আমরা শাহবাগ থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। তবে কেউ উসকানি দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

এ সময় তিনি গোপালগঞ্জের প্রতিটি উপজেলাকে মাদারীপুর ও ফরিদপুরের সঙ্গে যুক্ত করার দাবি জানান।

সমাবেশে ইনকিলাব মঞ্চের আরেক নেতা আসাদুজ্জামান আসাদ বলেন, ‘এই হামলা একটি বড় ষড়যন্ত্রের অংশ, যার লক্ষ্য জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা।’

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল: ‘মুজিববাদ নিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”, ‘লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো হাতিয়ার’ প্রভৃতি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.