বাংলাদেশের তারকা হামজা চৌধুরীর মূল দল লেস্টার সিটি এবার ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে চ্যাম্পিয়নশিপ লিগে। এবার নিশ্চিত হলো লেস্টার যে দলে হামজাকে ধারে খেলতে পাঠিয়েছে সেই দল শেফিল্ড ইউনাইটেডও থাকছে চ্যাম্পিয়নশিপেও।
আজ ওয়েম্বলিতে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে হামজাদের ২-১ গোলে হারিয়ে আট মৌসুম পর প্রিমিয়ার লিগে উঠেছে সান্ডারল্যান্ড। এর আগে লিডস ইউনাইটেড ও বার্নলি ২৪ দলের লিগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে সরাসরি উঠে যায় প্রিমিয়ার লিগে।
প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ হারানো শেফিল্ড প্লে-অফ ফাইনালে ১-০ গোলে এগিয়ে ছিল ৭৫ মিনিট পর্যন্ত। ৩৬ মিনিটে হ্যারিসন বারোজের করা গোলটি ভিএআর বাতিল না করলে অবশ্য ২-০ গোলে এগিয়ে যেতে পারত ব্লেডরা।

টাইরিস ক্যাম্পবেলের দেওয়া ২৫ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল শেফিল্ড। ৭৬ মিনিটে এলিজার মায়েন্দার গোলে সমতা আনে সান্ডারল্যান্ড। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্ল্যাক ক্যাটদের প্রিমিয়ার লিগে ওঠানো গোলটি এনে দেন টম ওয়াটসন।
লিগ পর্বটা শেফিল্ড ইউনাইটেডের চেয়ে পেছনে থেকেই শেষ করেছিল সান্ডারল্যান্ড। ৪৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে চারে ছিল দলটি। অন্যদিকে ৯০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় হামজার শেফিল্ড। এরপর প্লে-অফ সেমিফাইনালে শেফিল্ড ব্রিস্টল সিটিকে ও সান্ডারল্যান্ড কভেন্ট্রি সিটিকে হারিয়ে ওঠে ফাইনালে। শেষ পর্যন্ত ফাইনালে লিগ পর্বে ১৪ পয়েন্ট এগিয়ে থাকা দলটিকে হারিয়ে প্রিমিয়ার লিগে উঠল সান্ডারল্যান্ড।