হাথুরুর বিশ্বকাপ ভাবনায় আছেন মাহমুদউল্লাহ

0
125
মাহমুদউল্লাহ ও আফিফ

ওয়ানডে বিশ্বকাপের আগে জাতীয় দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ ও আফিফকে নিয়ে আলোচনা এখনো শেষ হচ্ছে না। দলে তরুণ ক্রিকেটাদের বাজিয়ে দেখা হচ্ছে। এ কয়দিনে জাতীয় দলে মাহমুদউল্লাহর জায়গা চলে গেছে অন্যের দখলে। আফিফের সামনে এখনো অনেক সুযোগ থাকলেও বিশ্বকাপে রিয়াদ থাকছেন কিনা সেটিই এখন সবার প্রশ্ন।

তবে এখনই তাদের শেষ দেখছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাদের দুজনকে নিয়ে আগের ভাবনাতেই আছেন শ্রীলঙ্কান কোচ। হাথুরুসিংহে জানালেন, বিশ্বকাপের ভাবনা থেকে এখনো মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়নি।

কয়েকদিন আগে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে দেখেন না তিনি। সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘রিয়াদ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার অবশ্যই। বাংলাদেশ দলকে সে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু আমি যদি সত্যি বলি, যেহেতু ও জাতীয় দলে নেই, তাই তাকে বিশ্বকাপে দেখছি না। কারণ যদি তাকে বিশ্বকাপে দেখতাম এই সিরিজগুলোতে (আয়ারল্যান্ড) থাকত।’

আজ সিলেটে তিন দিনের অনুশীলন ক্যাম্প শেষে গণমাধ্যমের সঙ্গে মাহমুদউল্লাহ প্রসঙ্গে বলেন হাথুরুসিংহে। তাকে নিয়ে আগের অবস্থানেই আছেন বাংলাদেশ কোচ, ‘আগে যেটা বলেছি, তেমনই আছে। তারা সবাই লিস্টে আছে। সবাই বিশ্বকাপের আগে এসে খেলার সুযোগ পাবে। আমরা এখনও ওই মানসিকতা বদলাইনি।’

বিশ্বকাপের আর ছয় মাসও বাকি নেই। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করা হয়নি, কোন ভেন্যুতে খেলা হবে জানানো হয়নি সেটিও। এতে কি পরিকল্পনায় কোনো সমস্যা হচ্ছে?

এমন প্রশ্নের উত্তরে হাথুরুসিংহে বলেছেন, ‘এটা শুধু আমাদের না। সবাইকে এফেক্ট করছে বিশ্বকাপের সঙ্গে জড়িত। আমার মনে হয় ভারত দ্রুতই ঘোষণা করবে। যদি দ্রুত ঘোষণা দেয়, এটা আমাদের পরিষ্কার ধারণার জন্য সাহায্য করবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.