হত্যা ও ধর্ষণের লাগাতার হুমকি পাচ্ছেন, দাবি ফুটবলার সুমাইয়ার

0
9
ফুটবলার সামসুশিমা সুমাইয়া।

বাংলাদেশ নারী দলের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া লাগাতার হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে এই অভিযোগ করেছেন তিনি।

পোস্টে লিখেছেন, বাংলাদেশ নারী দলের ফুটবলার হিসেবে তিনি এবং তার সতীর্থরা কিছু বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। যে কারণে তিনি তার ও সতীর্থদের জন্য ইংরেজিতে চিঠি লিখে দেন। এরপর থেকে এই হুমকি পাচ্ছেন তিনি।

সুমাইয়া ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি সুমাইয়া। বাংলাদেশ নারী দলের একজন ফুটবলার। ইংরেজি মাধ্যমে পড়া শিক্ষার্থী হয়েও আমি স্কুল টুর্নামেন্ট দিয়ে ফুটবল শুরু করি এবং ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন্সশিপ জয়ী দলের অংশ ছিলাম এই ফুটবল আমার জন্য এক তিক্ত-মধুর যাত্রা।’

তিনি লিখেছেন, ‘আমি ফুটবল শুরু করি, তরুণদের ফুটবলে আগ্রহী করতে, যাদের বাবা-মা শুধু পড়াশুনায় মনোযোগ দিতে বলেন। আমি দেখাতে চেয়েছিলাম, চেষ্টা এবং সংকল্প থাকলে যেকোন বাধা পেরোনো সম্ভব। কিন্তু আজ আক্ষেপ নিয়ে বসে আছি-  আক্ষেপ আমি আমার পড়াশুনা, আমার পরিবার, ঈদের আনন্দ ত্যাগ করে দেশের জন্য খেলেছি, কিন্তু কেউ আমাদের ত্যাগের প্রশংসা করেনি।’

সুমাইয়া জাপানিজ বংশোদ্ভূত বাংলাদেশি নারী ফুটবলার। ফুটবল খেললে দেশ তার পাশে থাকবে বাবা-মাকে এমনটি বুঝিয়েছিলেন তিনি। সুমাইয়া তার ব্যাখ্যা দিয়ে লিখেছেন, ‘ফুটবল খেলতে আমি আমার বাবা-মায়ের সঙ্গে লড়াই করেছি। বিশ্বাস ছিল, বিপদে দেশ পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউ অ্যাথলেটসদের মানসিক স্বাস্থের কথা ভাবে না। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, তা বিবেচনা করে, আমি ও আমার সতীর্থদের জন্য ইংরেজিতে একটা চিঠি লিখে দেওয়ার মতো সামান্য যোগ্যতা আমার আছে। সেজন্য গত কিছু দিন ধরে, আমি লাগাতার মৃত্যু ও ধর্ষণের হুমকি পাচ্ছি। এমনভাবে এমনসব কথা বলা হচ্ছে, যা আমি কল্পনাতেও আনতে পারি না।’

স্বপ্ন অনুসরণ করায় কারো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া উচিত না বলেও পোস্টে লিখেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া এই নারী ফুটবলার, ‘আমি জানি না, এই মানসিক ট্রমা কাটিয়ে উঠতে আরও কতদিন লাগবে। কিন্তু আমি বিশ্বাস করি, স্বপ্ন পূরণের পথে হাঁটায় কারো এমন কিছুর মধ্য দিয়ে যাওয়াটা ঠিক না।’

সাফ জয়ী কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বডি শেমিং, বাজে ব্যবহারের অভিযোগ এনেছেন নারী দলের ফুটবলাররা। এসব উল্লেখ করে সংবাদ মাধ্যমকে একটি লিখিত অভিযোগ দেন বেশ কিছু নারী ফুটবলার। জানা গেছে, ওই অভিযোগই চিঠি আকারে ইংরেজি ভাষায় বাফুফে সভাপতি তাবিথ আওয়ালকে দিয়েছেন নারী ফুটবলাররা। চিঠিটি ইংরেজিতে লিখে দেওয়ার কাজটি করেছেন সুমাইয়া। এরপর থেকে হুমকি পাচ্ছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.