হঠাৎ সব সচিবকে ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সচিবসভার বৈঠকটি আজ সোমবার সকাল ১০টায় সচিবালয়ে শুরু হওয়ার কথা।
জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে অনুষ্ঠিতব্য এই সচিবসভাকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
একাধিক সচিব বলেন, হঠাৎ গতকাল রোববার বিকেলে তাঁদের সচিবসভার বৈঠকের কথা জানানো হয়। কী নিয়ে আলোচনা হবে, তা বলা হয়নি।
কাল মঙ্গলবার প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে মোট ছয়টি আলোচসূচি ছিল। সাধারণত, যেসব মন্ত্রণালয়ের বিষয় থাকে, সেসব মন্ত্রণালয়ের সচিবেরা এই বৈঠকে উপস্থিত থাকেন। গতকাল বিকেলে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। তাতে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠক পরিবর্তন করে আজ আনা হয়। একই সময়ে সচিবসভাও অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, প্রথমে সচিবসভা হবে। পরে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠক হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলছে, সচিবসভায় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া সরকারের উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি, শূন্য পদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বর্তমানে সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন ৮৫ জন।
আজকের প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে মোট ছয়টি প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপন করা হবে, যার মধ্যে সবচেয়ে বড় প্রস্তাব হচ্ছে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারীকরণের আগে কর্মরত শিক্ষক–কর্মচারীদের আত্তীকরণের লক্ষ্যে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৩ হাজার ২৭৬টি পদ তৈরি।