পাঠকের এই প্রশ্নের উত্তর দিয়েছে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের কনসালট্যান্ট চর্ম, যৌন, এলার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডা. মো: কামরুল হাসান চৌধুরী
প্রশ্ন: আমার বয়স ১৯ বছর। দুই বছর আগে হঠাৎ করে অনেক চুল পড়া শুরু হয়। পড়া চুলের গোড়ায় সাদা কী যেন লেগে থাকে। মাথায় তৈলাক্ত খুশকি আছে। দয়া করে পরামর্শ দেবেন।
উত্তর: একধরনের ফাংগাল ইনফেকশনের (ছত্রাকের সংক্রমণ) কারণে খুশকি হয়ে থাকে। এতে চুল পড়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়। অনেকে এই সমস্যায় ভুগে থাকেন। অতিরিক্ত খুশকি ছাড়াও আরও বিভিন্ন কারণে চুল পড়তে পারে। মাথা ঘামলে বা গোসল করলে অনেক সময় মাথার ত্বক দীর্ঘক্ষণ ভেজা থাকে। ত্বক যেন ভেজা না থাকে, সেদিকে লক্ষ রাখবেন। সংক্রমণ এড়াতে পুষ্টিকর খাবারের ব্যাপারেও মনযোগী হতে হবে। আপাতত আপনি দুই মাসের জন্য কেটোকোনাজল উপাদানসমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারেন। এই সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন।