হঠাৎ উজানের ঢলে ডুবে গেছে খাগড়াছড়ি, পানিবন্দি হাজারো মানুষ

0
7
খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত

হঠাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবে গেছে খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা। শহরের নিচের বাজার, মেহেদীবাগসহ আশপাশের শত শত ঘরবাড়ি তলিয়ে গেছে ঢলের পানিতে। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত থেকে পানছড়ি ও পার্শ্ববর্তী উজান এলাকায় টানা ভারী বর্ষণের পর রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে চেঙ্গি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় প্রবাহিত হচ্ছে। এতে হঠাৎ করেই আকস্মিক বন্যার কবলে পড়ে গেছেন বাসিন্দারা।

স্থানীয়রা জানান, রাতের বৃষ্টির পর সকালে হঠাৎ পানি বাড়তে শুরু করে। দ্রুত ঘরে পানি ঢুকে আসবাবপত্রসহ গৃহস্থালির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। পানিবন্দি হয়ে পড়ে কয়েকশ পরিবার।

নিচের বাজার এলাকার এক ব্যবসায়ী বলেন, রাতে কয়েক ঘণ্টা বৃষ্টি হয়েছিল। সকাল ৯টার দিকে দোকানে এসে দেখি চেঙ্গি নদীর পানি দোকানের দিকে আসছে। ঘণ্টাখানেকের মধ্যেই দোকানে পানি ঢুকে পড়ে।

মেহেদীবাগের এক বাসিন্দা বলেন, পাহাড় থেকে নেমে আসা ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের নিচের বাজার ও মেহেদীবাগ এলাকা। পুরো মেহেদীবাগ এলাকা পানিতে তলিয়ে আছে এবং পানি এখনো বাড়ছে।

খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, উজানে ভারী বর্ষণের কারণে আকস্মিক এ বন্যার সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্গতদের সহায়তায় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.