সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই গ্ল্যামারাস লুকে পাওয়া যায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। দুই দিন ধরে ফেসবুকে পোস্ট করা তাঁর নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছেন ভক্তরা। ছবিগুলোতে তাঁকে পাওয়া গেছে আবেদনময়ী অবতারে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ফারিয়া সম্পর্কে কিছু তথ্য।

৫ জুলাই ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে ফারিয়া লেখেন, ‘সব গুজবই সত্যি।’ কোন গুজব, তা অবশ্য পরিষ্কার করেননি তিনিফেসবুক থেকে

ফারিয়া ছবিগুলো পোস্ট করেছেন তুরস্ক থেকে। আগেই জানিয়েছিলেন, ঈদের পর ছুটি কাটাতে তুরস্কে যাবেন, ফেরার পর শুরু করবেন নতুন সিনেমার কাজফেসবুক থেকে

গত বৃহস্পতিবার কালো বিকিনিতে আরও কিছু ছবি পোস্ট করেন ফারিয়া। ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘“আমাদের এসব করা উচিত নয়”—এবার এমন কিছু করা যাক’ফেসবুক থেকে

গতকাল শুক্রবার বিকিনিতে আরও কিছু ছবি পোস্ট করেছেন এই গায়িকা অভিনেত্রী। পোস্টে মজা করে লিখেছেন, ‘হটেস্ট প্রবলেম…গরম নিয়ে বলছি আর কি’ফেসবুক থেকে

ছবিগুলোতে তাঁর অনুসারীরা ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকেই তাঁর সাহসী লুকের প্রশংসা করেছেন, কেউ আবার খোলামেলা অবতারে হাজির হওয়ার জন্য সমালোচনাও করেছেনফেসবুক থেকে

এবারের ঈদে ফারিয়া আলোচনায় আছেন, ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গান ‘কলিজা আর জান’ দিয়ে। গানটিতে তাঁর আবেদনময়ী নাচ পছন্দ করেছেন অনেক দর্শক, ফেসবুক থেকে