হজ পালনে থাকছে না বয়সসীমা

0
101
পবিত্র হজ

হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা তুলে নিয়েছে সৌদি আরব। ধর্মবিষয়ক মন্ত্রণালয় আজ সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজকীয় সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজে হজযাত্রীদের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। ১২ বছরের নিচের বয়সের ব্যক্তিরাও পবিত্র হজ পালন করতে পারবে। বিষয়টি সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অবহিত করা হলো।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি হজ পালনে সৌদি আরবের দেওয়া চারটি শর্তের কথা জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এ সময় হজ পালনে সর্বনিম্ন বয়স ১২ বছর হতে হবে বলে শর্ত দেওয়া হয়েছিল।

সৌদি আরবের দেওয়া বাকি শর্তগুলো ছিল- করোনাভাইরাস, মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে; যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেওয়া এবং হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না। এর মধ্যে হজ পালনের সর্বনিম্ন বয়স ১২ বছরের শর্ত তুলে নেওয়া হলো।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে পারবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.