হংকংয়ে রানওয়ে থেকে সাগরে ছিটকে পড়ল বিমান, নিহত ২

0
15
কার্গো বিমান। সংগৃহীত ছবি

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে বিমানবন্দরের দুইজন কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনাকবলিত প্লেনে থাকা চার ক্রু সদস্য জীবিত রয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটি বলছে, হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যাওয়া এমিরেটসের ফ্লাইট ইকেএ ৯৭৮৮ পরিচালনা করছিল তুরস্কের কার্গো এয়ারলাইন এয়ার এ সি টি।

সোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে প্লেনটি দুবাই থেকে হংকং পৌঁছায়। পরে উত্তর দিকের রানওয়েতে নামার সময় প্লেনটি একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সাউথ চায়না মর্নিং পোস্ট পুলিশ সূত্রে জানা গেছে, রানওয়ের পাশে থাকা একটি যানবাহন বিমানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, এতে দুই কর্মী নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর বিশ্বের ব্যস্ততম কার্গো বিমানবন্দরের উত্তর রানওয়েটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাকি দুটি রানওয়ে চালু রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

হংকং সিভিল অ্যাভিয়েশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। উদ্ধার করার পর তাদের হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে দুজনই মারা যান বলে পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে।

অন্যদিকে প্লেনে থাকা চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের সংশ্লিষ্ট রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে বিমানবন্দরের অন্য দুইটি রানওয়ে চালু রয়েছে।

দুর্ঘটনার বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.