সড়কে প্রাণ গেল অভিনেত্রীর

0
284
বৈভবী উপাধ্যায়

সড়ক দুর্ঘটনায় ভারতের টিভি অভিনেত্রী বৈভবী উপাধ্যায় মারা গেছেন। বৈভবীর বয়স হয়েছিল ৩৮ বছর। খবর বার্তা সংস্থা এএনআইয়ের
জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’–এ জেসমিন চরিত্রে অভিনয় করে দর্শকমহলে আলোচিত হয়েছেন বৈভবী। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘ছপাক’ সিনেমাতেও দেখা গেছে তাঁকে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, হবু স্বামীকে নিয়ে হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছিলেন বৈভবী। বুধবার সকালের দিকে তাঁদের কার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বৈভবীর মৃত্যুর খবর মিললেও এখনো তাঁর হবু স্বামীর শারীরিক অবস্থা জানা যায়নি।

 বৈভবী উপাধ্যায়
বৈভবী উপাধ্যায়

বৈভবীর মৃত্যুর খবর জানিয়ে টুইট করেছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের প্রযোজক জেডি মাজেথিয়া। বৈভবীর পরিবার জানিয়েছে, হিমাচল প্রদেশ থেকে বৈভবীর মরদেহ মুম্বাইয়ের বাসায় নেওয়া হয়েছে। আজ বুধবার বেলা একটায় তাঁর মরদেহ নিয়ে শশ্মানযাত্রা করার কথা। তারপর মুম্বাইয়ের পশ্চিম বরিবালি শশ্মানে তাঁর শেষকৃত্য হবে।

বৈভবীর মৃত্যুতে ভারতীয় টিভি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে বৈভবীর সহশিল্পী রুপালি গাঙ্গুলি এক টুইটে লিখেছেন, ‘এটা ঠিক হলো না, আগেভাগেই চলে গেলে।’ ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘কিছুতেই বিশ্বাস করতে পারছি না।’

 বৈভবী উপাধ্যায়
বৈভবী উপাধ্যায়

‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিক ছাড়া ওয়েব সিরিজ ‘প্লিজ ফাইন্ড অ্যাটাচড’, টিভি ধারাবাহিক ‘কিয়া কসুর হ্যায় আমলা কা’সহ বেশ কয়েকটি ধারাবাহিক ও সিরিজে দেখা গেছে বৈভবীকে।

 বৈভবী উপাধ্যায়
বৈভবী উপাধ্যায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.