করোনায় আক্রান্তদের দ্রুত সুস্থ করতে কার্যকর মলনুপিরাভির: গবেষণা

0
296
মলনুপিরাভির ওষুধ

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মলনুপিরাভির গ্রহণকারী রোগীদের সুস্থ হওয়ার সময় প্রায় চার দিন কমে এসেছে। অর্থাৎ, অন্যদের চেয়ে তারা চার দিন আগে সুস্থ হয়ে যাচ্ছেন। একই সঙ্গে এ ওষুধ সংক্রমণের মাত্রা কমানোর ক্ষেত্রেও কার্যকারিতা দেখিয়েছে। তবে করোনা আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থ করলেও মৃত্যুর হার কিংবা হাসপাতালে ভর্তির ঝুঁকি কমাতে এ ওষুধের কার্যকারিতা তেমন একটা দেখা যায়নি।

মূলত করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাঁরা বয়স ও শারীরিক জটিলতার কারণে প্রচণ্ড রকমের মৃত্যুঝুঁকি কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিতে ছিলেন, তাঁদের নমুনা হিসেবে বেছে নেওয়া হয়েছিল। করোনার অমিক্রন ধরনে আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে দিনে দুইবার করে টানা পাঁচ দিন মলনুপিরাভির দেওয়া হয়। গবেষণার অংশ হিসেবে করোনা আক্রান্ত অবস্থায় মলনুপিরাভির গ্রহণকারী রোগীদের সঙ্গে অন্য চিকিৎসা নেওয়া করোনা রোগীদের শারীরিক অবস্থার তুলনা করা হয়েছে।

গবেষণায় যাঁদের নমুনা হিসেবে বাছাই করা হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন—যাঁদের উপসর্গ ৫ দিন পার হয়নি, যাদের বয়স ৫০ বছরের বেশি, সুস্থ কিংবা ১৮ থেকে ৫০ বছর বয়সী মানুষ। তাঁদের মধ্যে যাঁদের শারীরিক অবস্থা নাজুক ছিল এবং এ কারণে করোনাজনিত জটিলতায় ভোগার ঝুঁকিতে ছিলেন।

গবেষণার ফলাফল বলছে, যুক্তরাজ্যে এ ওষুধ পুরো জনগোষ্ঠীর জন্য উপযোগী হবে না। তবে চরম পরিস্থিতির ক্ষেত্রে এটি যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের (এনএইচএস) চাপ কমাতে পারে। মার্কিন ওষুধনির্মাতা প্রতিষ্ঠান মার্কের তৈরি মলনুপিরাভির ওষুধটি ব্যয়বহুল। যুক্তরাজ্যে সাত দিনের কোর্স শেষ করতে ৫৭৭ পাউন্ড (৭১ হাজার ৫২০ টাকা) খরচ হয়ে যায়।

ইংল্যান্ডের সাবেক উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা এবং নটিংহাম বিশ্ববিদ্যালয়ের ওষুধ ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের সহ–উপাচার্য জোনাথন ভান-টাম গবেষণা প্রতিবেদনটির সহ–লেখক। তিনি বলেন, পূর্ববর্তী গবেষণাগুলোতে করোনা আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমাতে মলনুপিরাভিরের কার্যকারিতা দেখা গেলেও যাঁদের নমুনা হিসেবে নেওয়া হয়েছিল, তাঁরা টিকা নেওয়া ছিলেন না। তবে সাম্প্রতিক গবেষণাটি চালানো হয়েছে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে।

এতে দেখা গেছে, টিকার সুরক্ষা এতটাই বেশি যে করোনা আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুহার কমাতে মলনুপিরাভির ওষুধের বাড়তি কার্যকারিতা দেখা যায়নি। তবে এ ওষুধ গ্রহণের কারণে শরীর থেকে উপসর্গ এবং ভাইরাস দূর হওয়ার সময় কমে আসে।

জোনাথন ভান–টাম মনে করেন দীর্ঘ কোভিডের (করোনা রোগী সুস্থ হওয়ার পরও দীর্ঘদিন উপসর্গ থাকা) ক্ষেত্রে এ ওষুধের কোনো লক্ষণীয় প্রভাব আছে কি না, তা জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.