স্পেনে রিয়াল-বার্সা-আতলেতিকোর রুদ্ধশ্বাস ত্রিমুখী লড়াই, ইতালিতে নাপোলির পতন

0
5
লা লিগায় বার্সাই শীর্ষে, এএফপি

শেষ অধ্যায়ে প্রবেশ করেছে ইউরোপীয় শীর্ষ লিগ। এখন শীর্ষ দলগুলোর চোখ সরাসরি শিরোপার দিকে। কোথাও কোথাও লড়াই এক পক্ষীয় থাকলেও কোথাও আবার বেশ রোমাঞ্চকর রূপ ধারণ করেছে। লা লিগায় যেমন ত্রিমুখী শিরোপা লড়াই রীতিমতো রুদ্ধশ্বাস এক আখ্যানে রূপ নিয়েছে।

এ পরিস্থিতিতে শিরোপা জিততে পারে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। ইতালিয়ান লিগ সিরি ‘আ’তেও চলছে শীর্ষস্থান দখলের লড়াই। তবে প্রিমিয়ার লিগ ও বুন্দেসলিগার শিরোপা লড়াই ক্রমশ এক পক্ষীয় হয়ে যাচ্ছে। কোনো নাটকীয়তা না হলে প্রিমিয়ার লিগে লিভারপুল ও বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখই হয়তো শিরোপা জিততে যাচ্ছে।

বার্সা-রিয়াল-আতলেতিকোর রোমাঞ্চকর লড়াই

লা লিগায় গত মঙ্গলবার রায়ো ভায়েকানোকে হারিয়ে শীর্ষে উঠে আসে বার্সেলোনা। এরপর শনিবার রাতে লাস পালমাসের বিপক্ষেও জয় পেয়েছে তারা। এই দুই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ স্থানটা বার্সার দখলেই থাকল। যদিও রিয়ালের চেয়ে বার্সা এগিয়ে আছে কেবল গোল ব্যবধানে।

২৫ ম্যাচে বার্সার পয়েন্ট ৫৪ এবং গোল ব্যবধান (‍+৪২), সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। কারণ, গোল ব্যবধানে পিছিয়ে আছে রিয়াল (‍+৩১)। নিজেদের ম্যাচে জিরোনাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। লড়াইয়ে অবশ্য আতলেতিকোও বেশ ভালোভাবে আছে। শেষ ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারানো আতলেতিকো ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে আছে ৩ নম্বরে।

অবশেষে নাপোলিকে সরাল ইন্টার মিলান

কিছুদিন ধরেই সিরি ‘আ’র শীর্ষে থাকা নাপোলির ঘাড়ে নিশ্বাস ফেলছিল ইন্টার মিলান। তবে কোনোভাবেই শীর্ষে উঠতে পারছিল না। এবার শেষ পর্যন্ত সফল হয়েছে তারা। নাপোলির হারের সুযোগ নিয়ে শীর্ষে উঠে এল ইন্টার। সর্বশেষ ম্যাচে জেনোয়ার বিপক্ষে ইন্টার জিতলেও নিজেদের ম্যাচ হেরে গেছে নাপোলি। সাবেক চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে কোমো। এই হারে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে নাপোলি। আর সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠে এসেছে ইন্টার। লড়াইয়ে অবশ্য আতালান্তাও আছে। তাদের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৪।

ইংল্যান্ডে শিরোপা জয়ের পথে লিভারপুল

শনিবার রাতে আর্সেনাল হারায় লিভারপুলের সামনে সুযোগ এসেছিল ১১ পয়েন্টে এগিয়ে যাওয়ার। ম্যাচটা ম্যানচেস্টার সিটির বিপক্ষে হওয়ায় খানিকটা ভয় ছিল লিভারপুলের ভক্তদের। কিন্তু সিটির মাঠে লিভারপুল পেয়েছে ২-০ গোলের দারুণ এক জয়।

এ জয়ে ২৬ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬৪ আর এক ম্যাচ কম খেলে আর্সেনালের পয়েন্ট এখন ৫৩। এ পর্যায়ে এসে লিভারপুল পা না হড়কালে তাদের ছোঁয়াটা প্রায় অসম্ভাব গানারদের জন্য। ফলে নাটকীয় কিছু না হলে শিরোপা যে লিভারপুরের হাতে উঠতে যাচ্ছে, তা বলাই যায়। অন্য দিকে লিভারপুলের কাছে হারা সিটি সেরা চারে থাকলেও ‘অল রেড’দের চেয়ে ২০ পয়েন্টে পিছিয়ে আছে।

জার্মানিতে বায়ার্নের দাপট

ব্যবধান ধরে রেখেই দাপটের সঙ্গে শিরোপার দিকে এগোচ্ছে বায়ার্ন মিউনিখ। নিজেদের কাজ ঠিকঠাক করে প্রতিপক্ষে কোনো সুযোগই দিচ্ছে না তারা। ফলে লেভারকুসেন এখন ঠিক পথে এগোলেও বায়ার্নে কাছাকাছি যেতে পারছে না। নিজেদের শেষ ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে ৪-০ গোলে হারিয়েছে তারা। ফলে ২৩ ম্যাচে শীর্ষে থাকা বায়ার্নের পয়েন্ট ৫৮। অন্য দিকে হোলস্টাইন কিলকের ২-০ গোলে হারানো লেভারকুসেন আছে দুই নম্বরে। তাদের পয়েন্ট ২৩ ম্যাচে ৫০। বুন্দেসলিগায় বাকি আছে আর ১১ ম্যাচ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.